শিরোনাম
পঞ্চগড়ে নির্দেশনা অমান্য করায় ১৬ ট্রাক চালককে জরিমানা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২০, ২০:৪২
পঞ্চগড়ে নির্দেশনা অমান্য করায় ১৬ ট্রাক চালককে জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে সরকারি নির্দেশনা অমান্য করে বালু লোড করার সময় ১৬ ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবেপ্রত্যেক ট্রাক চালককে ৫ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার মীরগড় বালুমহল এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে বালি পরিবহনের জন্য ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছিলো। এমন খবরের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এসময় সংক্রমন রোগ প্রতিরোধ আইনে প্রত্যেক ট্রাক চালককে ৫ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানা দিয়ে ওই ট্রাক চালকরা বালি আনলোড করে খালি ট্রাক নিয়ে চলে যান।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সদর থানার ওসি আবু আক্কাস আহমদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিতি ছিলেন।


বিবার্তা/গোফরান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com