শিরোনাম
‘ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না’
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২০, ১৬:০৭
‘ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না’
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।


দিনাজপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে বুধবার দুপুরে খাদ্য বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ছাড়াও দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, বিজয় কুমার দাস অন্যরা উপস্থিত ছিলেন।


এর সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ কার্যকম অব্যাহত রেখেছেন। মানুষকে ধৈর্যশীল হয়ে ও সচেতন হয়ে করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সরকারের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। ত্রাণের নামে যেই হোক কারো দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি জনগণকে ধৈর্যশীল হওয়ার আহবান জানান জানিয়ে বলে, বিএনপি-জামাতের ত্রাণ নিয়ে উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের পাশে এসে দাঁড়ানো আহবান জানান হুইপ ইকবালুর রহিম এমপি|


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে প্রকৃত অসহায় মানুষকে সহযোগিতার কথা বলেছেন।


বিবার্তা/শাহী/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com