শিরোনাম
ভোলায় করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২০, ২০:০০
ভোলায় করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় করোনো রোগী শনাক্তকরণের জন্য খুব শিগগির পিসিআর ল্যাব স্থাপন করা হবে। একই সঙ্গে ১০টি নিবিড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিইউ) বেড দেয়া হচ্ছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ভোলার জন্য একটি পিসিআর ল্যাব অনুমোদন হয়েছে বলে একজন সচিবের কাছ থেকে খরবটি জানতে পেরেছি। তাই নিশ্চিত করে বলা যায় আমরা খুব শিগগির সরকারের পক্ষ থেকে করোনো রোগী পরীক্ষার জন্য পিসিআর ল্যাব পাচ্ছি। মেশিনটি জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপন করা হবে। তবে কবে নাগাদ মেশিনটি ভোলায় এসে পৌঁছাবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।


সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বর্তমানে জেনারেল হাসপাতালে ১০০টি বেডসহ জেলার ৭ উপজেলা হাসপাতালগুলোতে আলাদা আরো ৩০টিসহ মোট ১৩০টি আইসোলেশন বেড (করোনা ইউনিট) প্রস্তুত রাখা হয়েছে।


বিবার্তা/শাহীন/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com