
পিরোজপুরের নেছরাবাদে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে রিয়াদুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) রাতে নেছরাবাদ থানা পুলিশ তাকে উপজেলার অলংকারকাঠী এলাকা থেকে গ্রেফতার করে। রিয়াদুল ইসলাম উপজেলার সংগীতকাঠি গ্রামের রুহুল আমিন বাদলের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার সংগীতকাঠি গ্রামের রুহুল আমিন বাদলের বখাটে ছেলে রিয়াদুল পাশ্ববর্তী পানাউল্লাপুর গ্রামের হতদরিদ্র পরিবারের ওই প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে একটি মুরগীর ফার্মে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর পিতা বাদি হয়ে রবিবার থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/মাহমুদ/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]