শিরোনাম
চাঁদপুরে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ০৮:৫৯
চাঁদপুরে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
প্রিন্ট অ-অ+

চাঁদপুর জেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।


আক্তান্ত যুবক এর বয়স ৩২ বছর। তার পৈত্রিক বাড়ি রংপুরে। সে নারায়নগঞ্জে থাকতো। সেখানে থাকা অবস্থায় সে জ্বরে আক্রান্ত হয়। গত ৫ এপ্রিল জ্বর নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তার শ্বশুর বাড়িতে চলে আসে সে।


সন্দেহভাজন রোগী হিসেবে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ বলে জানা যায়।


চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।


সিভিল সার্জন আরো জানান, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁদপুরে এখন পর্যন্ত ৫৯৪ জন এসেছে। তালিকা প্রণয়নের কাজ চলমান থাকায় এই সংখ্যা আরো বাড়বে।


এদিকে ৯ এপ্রিল চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।


উল্লেখ্য, করোনায় সর্বাধিক আক্রান্ত ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গত ক’দিনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চাঁদপুর এসেছে। তাদের কারণেই চাঁদপুর এখন ঝুঁকির মধ্যে রয়েছে।


আক্রান্ত ব্যক্তিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হবে। তাকে আনতে মতলব উত্তর থানা পুলিশ আক্রান্তের বর্তমান অবস্থানস্থল তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।


বিবার্তা/ইমরান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com