শিরোনাম
দোকান খোলা রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩৮
দোকান খোলা রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার চরফ্যাশনে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ৮ ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (৮ এপ্রিল) দুপুরে চরফ্যাশন শহরে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ এ জরিমানা করেন।


অভিযানে কালিবাড়ী রোডে রনজিতের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা , জয় ডিজিটাল স্টুডিওকে ২ হাজার টাকা, ঢাকা হোটেলকে ৮ হাজার টাকা, ফ্যাসন কম্পিউটারকে ৫শ’ টাকা, আল মিজান ড্রেস হাউজকে ৩ হাজার টাকা, আমিন গার্মেন্টসকে ৫ হাজার টাকা ও দৌলতখান বস্ত্রালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।


সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে ঔষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন। কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ী সরকারের আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এসব ব্যবসায়ীর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।


বিবার্তা/শাহীন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com