শিরোনাম
ভোমরা দিয়ে এখনও দেশে ঢুকছে মানুষ, সীমান্ত এলাকায় আতঙ্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৫৩
ভোমরা দিয়ে এখনও দেশে ঢুকছে মানুষ, সীমান্ত এলাকায় আতঙ্ক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমগ্র দেশজুড়ে যখন চলছে অঘোষিত লকডাউন ঠিক তখনই ভোমরা ইমিগ্রেশন দিয়ে প্রতিদিনই ঢুকছে শত শত মানুষ। এদিকে ভারতে ক্রমান্বেয়ে বাড়ছে করোনায় সংক্রমণের সংখ্যা। এরমধ্যে ভারত থেকে মানুষ ঢুকায় সীমান্ত এলাকার সাধারন মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।


শনিবার (৪ এপ্রিল) ৪৫ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ঢুকেছেন। যার বেশীর ভাগই বাড়ি সাতক্ষীরায়।


ভারতে লকডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। তবে ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনী সদস্যরা।


এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।


জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৯৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৯১৬ জনকে।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com