
ঝিনাইদহের কোটচাঁদপুরে এনামুল হক সুজা (৫৯) নামে পুলিশের সাবেক এক কনস্টেবল শ্বাসকষ্ট, সর্দি, জ্বর ও কাশিতে বেশ কয়েক দিন অসুস্থ্য থাকার পর মারা গেছেন।
শনিবার (৪ এপ্রিল) ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান। পরে খবর পেয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে ভোরে বাড়িতে সুজা মারা গেলে এলাকার মানুষের মধ্যে করোনা আতংক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসক ও পুলিশ বাড়িতে যান। এসময় প্রশাসন বাড়িটি লকডাউন ঘোষণা করে।
উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, করোনা আক্রান্ত রোগীর দাফন-কাফন যে প্রক্রিয়ায় সম্পাদন করা হচ্ছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর কবরস্থানে সুজার লাশ দাফনের প্রক্রিয়া সেইভাবেই করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঃ রশীদের নেতৃত্বে একটি মেডিকেল টিম মৃত ব্যক্তির বাড়ীতে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেন।
ডা. আঃ রশীদ জানান, শহরের পুরান পশুহাট এলাকার বাসিন্দা এনামুল হক সুজার প্রতিবেশীদের কাছ থেকে শুক্রবার গভীর রাতে অসুস্থ্যতার সংবাদ পেয়ে তিনি রাতেই তার বাড়িতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। তিনি বলেন সুজা কয়েক দিন পূর্বে ফরিদপুরে থাকার পর বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়েন।
বিবার্তা/রায়হান/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]