শিরোনাম
রংপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষা শুরু
প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১১:৩৫
রংপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষা শুরু
রংপুর প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীর পর রংপুর মেডিকেল কলেজে (রমেক) করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে কলেজের মাইক্রোলজি বিভাগে বসানো পিসিআর মেশিন দিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের মাইক্রোলজি বিভাগের প্রধান ডা. মোস্তাকিমুর রহমান।


তিনি জানান, পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় লাগে। এতে একসঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। অর্থাৎ একই দিনে ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব। এজন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে।


এছাড়াও করোনাভাইরাস রোগে সেবা পেতে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফোন নম্বর (০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০) এবং আইইডিসিআর’র হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com