শিরোনাম
মুন্সীগঞ্জে ৬ শতাধিক বেদে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ২১:৩০
মুন্সীগঞ্জে ৬ শতাধিক বেদে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা দূর্যোগ মোকাবেলায় পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর কল্যাণে উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।


বুধবার (১ এপ্রিল) দুপুরে মিরকাদিম পৌর এলাকার বেদে পল্লীতে উত্তরন ফাউন্ডেশনের সহায়তা ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে ছয় শতাধিক বেদে পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার।


মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এর সভাপতিত্বে বক্তরা বেদে সম্প্রদায়কে করোনা মোবাবেলায় পরিস্কার পরিচ্ছন্ন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানান।


এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সব সময় আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি করোনা নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দেন বক্তারা। এসময় মিরকাদিমের পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/নুরুন্নবী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com