শিরোনাম
সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিনে ২০৬৪২, আইসোলেশানে ১
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১২:৪৩
সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিনে ২০৬৪২, আইসোলেশানে ১
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরো ৯৯ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৬৪২
জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


এছাড়া কোয়ারেন্টিন থেকে ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩১০ জনকে। এছাড়া কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামের আবুল গাজীর ছেলে এনজিও কর্মী আমিরুল গাজী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশানে ভর্তি হয়েছে। তবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভাল বলে জানান মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল
ইসলাম।


এদিকে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে গিয়ে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী গতকাল সোমবারও ৮৯ জন দেশে প্রবেশ করেছে। তবে, ভারতে লকডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না বলে জানান ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।


অপরদিকে, ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।


বিবার্তা/সেলিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com