শিরোনাম
যশোরে ৫ বাড়ি লকডাউন
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ২১:২৭
যশোরে ৫ বাড়ি লকডাউন
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের চৌগাছা উপজেলায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে ওই নারীর নমুনা সংগ্রহের পর উপজেলার পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। এরমধ্যে পৌরসভা এলাকার চারটি ও হাকিমপুর ইউনিয়নের একটি গ্রামের এক বাড়ি রয়েছে।


রবিবার (২৯ মার্চ) দুপুরে ওই নারীকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়। সেখান তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।


এ প্রসঙ্গে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, দুপুরে করোনা আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর ওই নারীর বাসা ও বান্ধবীসহ সংশ্লিষ্টদের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। সকর্তকতার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইইডিসিআর'র পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর ওই লকডাউন বাড়ির বিষয়য়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানিয়েছেন, ওই নারীর শরীরে করোনাভাইরাসের লক্ষ্মণ পাওয়া যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরএ পাঠানো হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলশনে রাখা হয়েছে।


বিবার্তা/তুহিন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com