শিরোনাম
জয়পুরহাটে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৫:১৫
জয়পুরহাটে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তোলা সামাজিক সংগঠন ‘পাশে আছি আমরা’।


শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল, ডাল, আলু ও ঔষধ বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।


এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, পাশে আছি আমরা সংগঠনের উপদেষ্টা,গোলাম হক্কানি, তিতাস মোস্তফা, সভাপতি খ.ম আরাফ রাহমান,সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সিজার, সাগঠনিক সম্পাদক কাওসার হামিদ,অর্থ সম্পাদক তরিকুল শাহরিয়ার নাদিমসহ অন্যরা।


খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।


বিবার্তা/সোহেল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com