শিরোনাম
রাজশাহীর হোম কোয়ারেন্টিনে ৭৩৫ জন
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৪:৪৮
রাজশাহীর হোম কোয়ারেন্টিনে ৭৩৫ জন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৪৭ জন বিদেশফেরত ব্যক্তিকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে শনিবার (২৮ মার্চ) পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৫৪২ জন বিদেশফেরত ব্যক্তি। তবে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী এ জেলায় এখনও শনাক্ত হয়নি।


এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় নতুন করে মোট ৭৩৫ জনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত এর সংখ্যা ছিল ৩২৭ জন। তারাও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন।


রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী- জেলার নতুন হোম কোয়ারেন্টিনে থাকা ৪৭ জনের মধ্যে ভারত থেকে এসেছেন ৩৬ জন, মালদ্বীপ থেকে একজন, দুবাই থেকে দুইজন, কাতার থেকে দুইজন, সৌদি আরব থেকে একজন, মালয়েশিয়া থেকে দুই জন, ফিলিপাইন থেকে দুইজন ও আরব আমিরাত থেকে একজন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com