শিরোনাম
জয়পুরহাটে পোল্টি শিল্পে করোনার প্রভাব, কেজিতে কমেছে ২০ টাকা
প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ২০:৩৯
জয়পুরহাটে পোল্টি শিল্পে করোনার প্রভাব, কেজিতে কমেছে ২০ টাকা
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি নির্দেশনায় বাজারঘাট এবং পরিবহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরাঞ্চলের বৃহত্তর পোল্ট্রি শিল্প। গাড়ি না চলায় মুরগির দাম কমেছে কেজিতে ২০ টাকা আর ডিম হালিতে ১০ টাকা। একদিনের বাচ্চার দাম এখন নেমে এসেছে ৫ টাকায় । এতে হ্যাচারি মালিক এবং খামারি বড় লোকসান গুনছে।


করোনাভাইরাসের প্রভাবে মুরগির দাম কমায় শুক্রবার দুপুরে পল্ট্রি শিল্প রক্ষায় ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জের শেফালী পোল্ট্রি হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ, রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আহসান কবীর এপ্লব. পোল্ট্রি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকু, আবু বকর সিদ্দিক সোহাগসহ অন্যন্যরা।


সভায় জয়পুরহাটের পুলিশ সুপার বলেন, খামারি আর হ্যাচারি মালিকদের কথা বিবেচনা করে, পোল্ট্রি সংক্রান্ত সকল গাড়ি নির্বিঘ্ন চলাচল করার জন্য পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও গাড়ি আটকালে পুলিশ তাৎক্ষণিক বিশেষ ব্যবস্থা নিবে বলেও জানান তিনি। পুলিশের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পোল্ট্রি ব্যবসায়ীরা।


বিবার্তা/সোহেল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com