শিরোনাম
কুড়িগ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে সেনাবাহিনী
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৬:৩০
কুড়িগ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে সেনাবাহিনী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস বিস্তার রোধে কুড়িগ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী।


বৃহস্পতিবার সকাল থেকে শহরের পৌর বাজার, শহীদ মিনার চত্বর, জিয়া বাজার, পুরাতন পোষ্ট অফিস পাড়াসহ বিভিন্ন জনগুরুত্বপুর্ণ এলাকায় জীবানু নাশক ঔষধ ছিটায়। এ সময় তারা করোনাভাইরাস সংক্রমন এড়াতে হ্যান্ড মাইকে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানায়। পাশাপাশি কিছু খোলা দোকানপাট বন্ধ করে দেয়। শহরের বিভিন্ন পয়েন্টে ৩/৪ জনকে একসাথে জড়ো হতে দেখলে তাদের সড়িয়ে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয়। সেনাবাহিনীর সাথে কাজ করছে পুলিশ প্রশাসনও।


অন্যদিকে প্রশাসনের নির্দেশ মেনে বুধবার থেকেই জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর ও হাট বাজারের কাঁচবাজার, ঔষধের দোকান ও নিত্যপণ্যের দোকান ছাড়া বাকি পাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ফাঁকা হয়ে পড়েছে রাস্তা-ঘাট। যানবাহন চলাচলও সীমিত হয়ে গেছে।


কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্ম রেজাউল করিম জানান, করোনাভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাতে সেনাবাহিনীর এ কার্যক্রম পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার পরিচালনা করা হবে।


বিবার্তা/সৌরভ/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com