
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর স্বাধীনতার বিজয় স্তম্ভ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
এছাড়াও জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জন অফিস, পৌরসভা, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানান। তবে করোনাভাইরাস পরিস্থিতি’র কারণে অনুষ্ঠান সীমিত করা হয়।
বিবার্তা/সৌরভ/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]