শিরোনাম
জীবাণু নাশক স্প্রে করছে জয়পুরহাট পৌরসভা
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৪:০৮
জীবাণু নাশক স্প্রে করছে জয়পুরহাট পৌরসভা
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জয়পুরহাট পৌরসভার বিভিন্ন সড়কসহ পাড়া মহল্লায় জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় রেল স্টেশন এলাকায় সাবান ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।


এসময়, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রান পাবো।


উল্লেখ্য, জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে ১টি ওয়াটার বাউজারে ১৫ হাজার লিটার তরল জীবাণু নাশক স্প্রে করা হয়। পাশাপাশি ২০ হাজার মাস্ক ও জাতীয়
সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পক্ষ থেকে পৌর এলাকায় ১০ হাজার সাবান বিতরণ করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com