শিরোনাম
শ্রীপুর পৌরসভায়
করোনা সংক্রমণ প্রতিরোধে গাজীপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন উদ্যোগ
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১১:২৯
করোনা সংক্রমণ প্রতিরোধে গাজীপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন উদ্যোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্রীপুর পৌরসভায় বিভিন্ন স্থানে বিভিন্ন উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন। জীবাণু নাশক ঔষধ ছিটিয়ে ও গণসচেতনতামূলক প্রচার পত্র বিলি ও মাইকিং করে তারা ভাইরাস প্রতিরোধে কাজ করছে।



বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন এর নেতৃত্বে শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাওনা চৌরাস্তার চারটি সড়কের জনবহুল এলাকা ও বিকালে ৬ নং ওয়ার্ডের কেওয়া বাজারের দোকানপাটসহ সড়কে চলাচলকারী যাত্রীবাহী গণপরিবহনে জীবাণু নাশক ওষুধ ছিটিয়েছেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নিজেরাই।



জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন বলেন, এই মুহূর্তে ভাইরাস সংক্রমণ রোধ বড় একটি চ্যালেঞ্জ। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে সামর্থ অনুযায়ী কাজ করতে হবে। জরুরী প্রয়োজন ছড়া ঘর থেকে বের হওয়া যাবে না। মহামারী চলাকালে সংগঠনের সদস্যদের নিয়ে শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক ছিটানোর কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com