
লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনগণকে সেবা দিতে পুলিশ প্রশাসন ১৫ সদস্য বিশিষ্ট ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামানের নির্দেশনায় এ টিম গঠন করা হয়।
টিম গঠনের পরপরই পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) পরিহিত সদস্যরা জনসচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন স্থানে মহড়া দেন।
সদর মডেল থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ মহড়ার নেতৃত্ব দেন।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কুইক রেসপন্স টিম নিয়মিত কাজ করবে। করোনা আক্রান্ত রোগীদের দ্রুত সেবা দেওয়া হবে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের ব্যবহৃত আসবাবপত্র ও যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হবে। জনসচেতনতা বাড়াতেও এ টিম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]