শিরোনাম
ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১৯:১৮
ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমগ্র ভারত জুড়ে লকডাউন ঘোষনা করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে, আগে থেকে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারছেন।


ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সাধরন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১ দিনের জন্য সমগ্র ভারত জুড়ে লকডাউন ঘোষনা করায় কার্যত ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানী-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।


তবে ভোমরা শুল্ক ষ্টশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভারত জুড়ে লকডাউনের কারনে আমদানী-রফতানি কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রয়েছে এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে।


ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি বিশ^জিত সরকার জানান, আগে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারলেও লকডাউনের কারনে ভারতীয়রা তারে দেশে ফিরতে পারছেন না।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com