শিরোনাম
নাটোরে করোনা সন্দেহে কয়েদিকে কারা হাসপাতালে ভর্তি
প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১৯:৪৬
নাটোরে করোনা সন্দেহে কয়েদিকে কারা হাসপাতালে ভর্তি
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরে কারাগারে এক কয়েদির শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কারা হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি করা হয়েছে। ওই কয়েদি সদর উপজেলার বাসিন্দা।


নাটোর জেলা কারাগারের সুপারিনটেন্ট (জেল সুপার) আব্দুল বারেক জানান, নাটোর সদর থানার একটি মারামারি মামলার এক আসামি গত ৪/৫ দিন আগে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা, মাথা ব্যথায় আক্রান্ত হন। এরপর তার সমস্যার কথা জানতে পেরে প্রথমে তাকে কারা চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়।


এরপর তাকে কারা হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। রবিবার ওই ব্যক্তি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেয়া হয়। তবে এটা করোনাভাইরাস কিনা তা তিনি জানাতে পারেননি।


তিনি বিষয়টি জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, সরকারি কৌঁসুলি ও সংশ্লিষ্ট বিচারককে অবহিত করেছেন। আপাতত ওই আসামিকে জামিনে মুক্ত করা ও একই সঙ্গে তাকে পুলিশ হেফাজতে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বিবার্তা/সাকলাইন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com