শিরোনাম
কারাগারে যুদ্ধাপরাধী মামলার আসামির মৃত্যু
প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১১:২৪
কারাগারে যুদ্ধাপরাধী মামলার আসামির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী যুদ্ধাপরাধী মামলার আসামি মিজানুর রহমান মিন্টুর (৬৭) মৃত্যু হয়েছে।


শনিবার (২১ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ময়মনসিংহ কোতোয়ালি থানার নাওমহন এলাকার লুৎফর রহমানের ছেলে।


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, সন্ধ্যা ছয়টার দিকে কারাগারের ভেতরে মিন্টু বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে। ২০১৫ সালের ২ অক্টোবর গ্রেফতারের পর ওই বছরের ২৪ অক্টোবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় মিন্টুকে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মিন্টুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com