
করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে|বুধবার (১৮ মার্চ) দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে।
এদের মধ্যে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছে।হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩৫ জন, আলমডাঙ্গা উপজেলার ১০ জন, দামুড়হুদা উপজেলার ১ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন দুই জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানিয়েছেন, বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে কোয়ারেন্টাইনরত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে।
বিবার্তা/সাগর/জাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]