শিরোনাম
বরিশালে এলএলবি পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী বহিষ্কার
প্রকাশ : ১৪ মার্চ ২০২০, ১৭:৫৯
বরিশালে এলএলবি পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী বহিষ্কার
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় সাংবিধানিক আইন বিষয়ের পরীক্ষা শনিবার (১৪ মার্চ) বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রে নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে শনিবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নয় জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় মোট ৭০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।


পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ সার্বক্ষণিক তদারকি করেন। এসময় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মো. হেলাল উদ্দিন, রুমানা আফরোজ, জিয়াউর রহমান পরীক্ষার হলে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ বহিষ্কারের সত্যতা স্বীকার করে বলেন, এলএলবি প্রথম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে বজায় রাখার জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/জসিম/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com