শিরোনাম
টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
প্রকাশ : ১২ মার্চ ২০২০, ০৮:৫৮
টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
ফাইল ছবি
টেকনাফ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে।


বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে।


র‌্যাব সূত্রে জানা গেছে, গোলাগুলির ঘটনায় জকির বাহিনীর ২ সদস্যের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এতে র‌্যাবের ৩ সদস্যও আহত হয়েছে।


এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব।


নিহতরা হলেন- টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের নুর আহমদের ছেলে নুর কামাল (৩২) ওরফে সোনায়া ও মৌচনি ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম (৩৪) ওরফে ডিবি সাইফুল।


র‌্যাবের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, বুধবার রাতে শামলাপুল মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় অভিযানে নামে র‌্যাব। সে সময় সংঘবদ্ধ ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এতে র‌্যাবের হাবিলদার খায়রুল, এএসআই আবু কায়সার ও সার্জেন্ট হুমায়ুন আহত হন। এরপর র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা ডাকাত নুর কামাল ও সাইফুল ইসলামকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি বন্দুক, ছয়টি গুলি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি আইডি কার্ড এবং ৪০ হাজার পাঁচ শ টাকা উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com