শিরোনাম
ঝিনাইদহে করোনাভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০২
ঝিনাইদহে করোনাভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের একটি রেস্টুরেন্টে ইনসেপ্টা কোম্পানীর প্যান্টোনিক্সের সহযোগিতায় এ বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা।


বিএমএ জেলা শাখার সভাপতি ডা. এবিএম সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন।


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএ জেলা শাখার সহ-সভাপতি ডা. নুরুন নবী, সাবেক সাধারণ সম্পাদক ডা. দুলাল কুমার চক্রবর্তী, সহ-সভাপতি ডা. মুন্সী রেজা সেকেন্দার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী।


পরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন চিকিৎসকদের করনীয় বিষয়ে আলোচনা ও বিভিন্ন গবেষনা তুলে ধরে একাধিক চিকিৎসক। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।


সেমিনারে ঝিনাইদহে কর্মকর্তা ১৫৫ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। পরে জেলা পদায়নকৃত ৩৭ ও ৩৯ তম বিসিএসে নিয়োগ প্রাপ্ত ৮৭ জন চিকিৎসককে সংবর্ধনা দেয়া হয়।


বিবার্তা/কোরবান/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com