শিরোনাম
ভুল সিগন্যালে মুখোমুখি দুই ট্রেন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮
ভুল সিগন্যালে মুখোমুখি দুই ট্রেন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী উপ‌জেলার মা‌নিকখালী স্টেশ‌নে স্টেশ‌ন মাস্টারে ভুল সিগন্যালে একই লাইনে সিগনাল দেয়ায় যাত্রীবাহী দুটি ট্রেন মুখোমুখি হয়ে পড়ে। এসময় চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পায় যাত্রীরা।


জানা গেছে, বুধবার রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-ভৈরব রু‌টের মা‌নিকখালী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘ‌টে।‌


কি‌শোরগঞ্জ জিআর‌পি থানার ওসি মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।‌


তি‌নি জানান, ময়মন‌সিংহ থে‌কে ঢাকাগামী ২৪৪ ডাউন লোকাল ট্রেনটি মা‌নিকখালী স্টেশ‌নের ২ নম্বর লাই‌নে দাঁড়িয়ে ছিল। ঢাকা থে‌কে কি‌শোরগ‌ঞ্জের উ‌দ্দে‌শে ছে‌ড়ে আসা ৭৪৯ এগার‌সিন্ধুর গোধূ‌লী ট্রেন‌কে একই লাই‌নে প্র‌বে‌শের সিগন্যাল দেন লাইনম্যান আসাদ।


স্টেশ‌নে প্র‌বে‌শের সময় একই লাই‌নে আরেক‌টি ট্রেন দাঁড়া‌নো দেখে এগার‌সিন্ধুর ট্রে‌নের চালক প্রায় কাছাকা‌ছি অবস্থায় ট্রেন থামা‌তে সক্ষম হন। এ সময় দুই ট্রে‌নের যাত্রীরা ভ‌য়ে চিৎকার শুরু ক‌রেন।


অব‌শে‌ষে নির্ধা‌রিত সম‌য়ের এক ঘণ্টা পর গন্ত‌ব্যে ছে‌ড়ে যায় ট্রেন দুটি। লাইনম্যা‌নের ভুল সিগন্যা‌লে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।


উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মানিকখালী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম একই লাইনে দুইটি সিগনাল দেয়ায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈসা খাঁ লোকাল ট্রেন ও ঢাকা থেকে ময়মনসিংহগামী অপর ঈসা খাঁ ট্রেনটি ১ নম্বর লাইনেই ঢুকে পড়ে।


কিন্তু স্টেশনে আগে থেকেই উপস্থিত ট্রেনের সম্মুখ লাইট দেখে চলন্ত ট্রেনের চালক দ্রুত ব্রেক কষে মুখোমুখি অবস্থানে এনে ট্রেনটি থামাতে সক্ষম হয়।


এদিকে বার বার একই ধরনের ভুলের কারণে খারাপ কিছু ঘটার আশঙ্কা করছে সাধারণ জনগণ। তাদের মতে এ ধরনের ভুল যাতে সামনে আর না হয় সে জন্য এখনই কঠোর ব্যবস্থা নেয়া দরকার।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com