শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘন, নিজের ড্রাইভারের নামে মামলা দিলেন এসপি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯
ট্রাফিক আইন লঙ্ঘন, নিজের ড্রাইভারের নামে মামলা দিলেন এসপি
ফাইল ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ট্রাফিক আইন লঙ্ঘন করে দ্রুত গতিতে ডিভাইডারের উপর দিয়ে গাড়ি চালানোয় নিজের ড্রাইভারের (পুলিশ কনস্টেবল) নামে মামলা দিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহের নতুনবাজারে এ ঘটনা ঘটে।


জানা যায়, ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপার এলাকা থেকে নতুনবাজারের দিকে যাচ্ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। এসময় তাকে বহন করা সরকারি গাড়ির ড্রাইভার ট্রাফিক আইন লঙ্ঘন করে দ্রুত গতিতে ডিভাইডারের উপর দিয়ে গাড়ি পার করেন। আইনের লঙ্ঘন দেখে সাথে সাথে গাড়ি থামাতে বলেন পুলিশ সুপার। এরপর ঘটনাস্থেলে সার্জেন্ট সালমান খান রাজন পৌঁছে সড়ক ওই ড্রাইভারের লাইসেন্স জব্দ করেন এবং পরিবহন আইনের ৮৭ ধারায় মামলা করেন।


ময়মনসিংহ ট্রাফিক ইনিসপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান জানান, ড্রাইভার পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসের নামে সড়ক পরিবহন আইনে মামলা দেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। যে ধারায় মামলা হয়েছে তাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com