শিরোনাম
বগুড়ায় ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩২
বগুড়ায় ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ছবি: বাদশা আলম
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় ভারতীয় ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী-র‌্যাব-১২।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শিবগঞ্জ থানাধীন আমতলীস্থ মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তা থেকে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে আটক করে। ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী-র‌্যাব-১২, বগুড়ার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃত হলেন, বগুড়া কাহালূর কালাই নওদাপাড়া গ্রামের মো. নবির উদ্দিন ফকির এর ছেলে মো. শাহিন ফকির (২১), ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার পানকৃষ্ণপুর চরারহাট গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মোঃ সাগর আলী (২৪)।


এ সময় র‌্যাব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ভারতীয় ৪৮৭ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ২টি সীম এবং দিনাজপর হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো-ড-১১-৪২৭৫ রেজিস্টেশনের ১টি খালি ট্রাক জব্দ করা হয়।


জানা যায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।


শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/আলম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com