শিরোনাম
সড়কে গাছ ফেলে গণডাকাতিঃ ৩ লাখ টাকা লুট
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৫
সড়কে গাছ ফেলে গণডাকাতিঃ ৩ লাখ টাকা লুট
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে|শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে| এ সময় ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে প্রায় তিন লাখ টাকা|ডাকাত সদস্যদের অস্ত্রের আঘাতে আহত হয়েছে চার গরু ব্যবসায়ী|


স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলার নতিপোতা গ্রামের ৮-১০ গরু ব্যবসায়ী কুষ্টিয়ার বালুপাড়া গরুরহাটে গরু বিক্রি করে রাতে নিজ গ্রামে ফিরছিলেন|রাত আনুমানিক ৮টার দিকে একটি লাটাহাম্বারযোগে গরু ব্যবসায়ীরা আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কের কবরস্থানের কাছে পৌঁছালে ডাকাত দলের কবলে পড়েন তারা|


ডাকাতির কবলে পড়া ব্যবসায়ী আবুল হাশেম জানান, কবরস্থানের কাছাকাছি আমাদের গাড়ি পৌঁছালে সড়কে গাছ ফেলে আমাদের ব্যারিকেড দেয়া হয়|


এর পর ১০-১২ জনের মুখোশধারী ডাকাত সদস্য সশস্ত্র অবস্থায় আমাদের জিম্মি করে বেদম মারপিট শুরু করে|এ সময় আমার কাছ থেকে ৯০ হাজার, তানজেদের কাছ থেকে এক লাখ ও তানসেলের কাছ থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যায়|ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাওয়া বেশ কয়েকজন আলমসাধুর যাত্রীকেও জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল লুট করে ডাকাত সদস্যরা|প্রায় আধাঘণ্টা ধরে ডাকাতি শেষে ডাকাত সদস্যরা নিবিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে|পরে ডাকাতের কবলে পড়া ব্যবসায়ীদের চিৎকারে গ্রামবাসী তাদের উদ্ধার করে|এদের মধ্যে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|


এদিকে ডাকাতির খবর পেয়ে রাত ৯টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছান|পরে ডাকাত সদস্যদের আটকে পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি|


আলমডাঙ্গা থানার ওসি আশিকুর রহমান জানান, ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে|


বিবার্তা/সাগর/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com