
রাজধানীর মিরপুরে ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের নকল স্ট্যাম্পসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আটক ব্যক্তিরা হলেন রমিজ উদ্দিন (৪৫) ও ওমর আলী (৩৫)।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় নকল রেভিনিউ স্ট্যাম্প পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তারা পটুয়াখালী থেকে এসব নকল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় এনে সাধারণ জনগণের কাছে বিক্রি করে থাকেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]