শিরোনাম
শাহ আমানত থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৪
শাহ আমানত থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় লাখ টাকা মূল্যের ৩০০ কার্টন সিগারেট জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় মোহাম্মদ ইব্রাহিম নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটের চালানটি আটক করা হয়।


জানা যায়, ইব্রাহিম দুবাই থেকে ফিরছিলেন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।


বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি চালানো হয়। একপর্যায়ে মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়।


আইনি ব্যবস্থা নিতে জব্দ সিগারে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com