শিরোনাম
তানোরে ফসলি জমিতে পুকুর খনন, ৪ জনের কারাদণ্ড
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২০, ১৫:০৪
তানোরে ফসলি জমিতে পুকুর খনন, ৪ জনের কারাদণ্ড
তানোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রমমাণ আদালত।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করেছে। ২ জনকে ৬ মাস ও অপর ২ জনকে ৩ মাস করে কারদণ্ড দেয়া হয়েছে।


সাজা প্রাপ্তরা হলেন, ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি উপজেলার আজিজপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র জিল্লুর রহমান, একই গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র আব্দুল মালেক ও ৩ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামি নাটোর সিংড়া উপজেলার মহিশমারী গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মহাসিন আলী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ববর আলী মল্লিককান্দী গ্রামের চাঁদ মিয়া মাতব্বরের পুত্র আব্দুর রহিম।


বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে তাদেরকে এ সাজা দেয়া হয়।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অবৈধ ভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে সাজা দেন ভ্রমমাণ আদালতের তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী মাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। তিনি বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।


বিবার্তা/অসীম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com