শিরোনাম
রাজশাহীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৫:২৮
রাজশাহীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে ১০ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এ রায় দেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী নগরীর শাহমখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া মহল্লার মানু মণ্ডলের ছেলে সাইদুর ওরফে গ্যাট (৪২) এবং একই এলাকার মো. হাসেনের ছেলে মো. রানা (৩০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট শাহমখদুম থানার মাঝিপাড়া মহল্লার ১০ বছর বয়সী শিশু স্বপ্না খাতুন বেলিকে পালাক্রমে ধর্ষণ করেন দণ্ডপ্রাপ্তরা। পরে গলা টিপে হত্যার পর মরদেহ পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে দেন। এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা সিদ্দিক আলী বাদী হয়ে শাহমখদুম থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার আদালত এ মামলার রায় দেন।


রাষ্ট্রপক্ষে আইনজীবী মোজাফফর হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী রইসুল ইসলাম ও আবু বাক্কার মামলাটি পরিচালনা করেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com