শিরোনাম
মোবাইল ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ০৮:৫৫
মোবাইল ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার চান্দিনায় মোবাইল ফোন ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।


রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় চলন্ত মাইক্রোবাসে এই ঘটনা ঘটে। চান্দিনা থানার ওসি আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহত ব্যবসায়ী মিজানুর রহমান (৩৮) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি পেশায় মুরগী ব্যবসায়ী।


ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ভাগিনা রাসেল বলেন, সকালে বরাট বাজারে মিজানুরের কাছ থেকে মুরগী কিনে পার্শ্ববর্তী সাইতলা গুচ্ছ গ্রামের আহাম্মদ আলী (২১)। ওই সময়ে মিজানুরের ছোট ভাই সুফী দোকানে ছিল। আহাম্মদ মুরগী কেনার পর ফোন করার অযুহাতে সুফীর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টায় মিজানুর মাইক্রোবাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আহাম্মদের সঙ্গে দেখা হয়। এসময় দুইজনের মধ্যে কথা কাটাকাটির হলে গাড়িটি নূরীতলা নামক স্থানে পৌঁছালে আহাম্মদ ছুরি দিয়ে মিজানুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে অস্ত্রের মুখে চালককে হুমকি দিয়ে গাড়ি থামিয়ে সে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা মিজানুরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে ওসি আবুল ফয়সল বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি আহাম্মদকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com