শিরোনাম
বান্দরবানে পপি ক্ষেত ধ্বংস করলো র‌্যাব
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:১২
বান্দরবানে পপি ক্ষেত ধ্বংস করলো র‌্যাব
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য বান্দরবান জেলায় বিপুল পরিমাণ আফিম বাগান ধ্বংস করেছে র‌্যাব সদস্যরা। জেলার রুমা উপজেলার দুর্গম কেওক্রাডং এলাকায় র‌্যাব-৭’র একটি দল এ অভিযান চালায়। এ সময় চারটি পপি ক্ষেত ধ্বংস করার পাশাপাশি প্রায় ৬০ কেজি পপির (আপিমের) রস উদ্ধার করে র‌্যাব সদস্যরা।


শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।


র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জানান, রুমার একটি দুর্গম এলাকায় নিষিদ্ধ পপি চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রুমা সদর থেকে ২০ কিলোমটার দূরে কেওক্রাডং-এর আশপাশে কয়েকটি গভীর জঙ্গল ও পাহাড়ি ঝিরি ঝরনায় অভিযান চালানো হয়। একই সময় প্রায় ৭ একর এলাকাজুড়ে এসব ক্ষেত থেকে ৬০ কেজির পপির রস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।


মশিউর রহমান আরো জানান, ক্ষেতের মালিককে খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী রুমা থানছি ও আলীকদমের দুর্গম এলাকায় স্থানীয় পাহাড়ি ও বেশ কিছু সন্ত্রাসী বাহিনী লাভজনক এই পপি চাষ করে আসছে দীর্ঘদিন থেকে। পপি বাগান থেকে উৎপাদিত আফিম সীমান্ত পথে মিয়ানমার ও ভারতে পাচার করা হয় বলে জানান স্থানীয়রা।


বিবার্তা/আরমান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com