শিরোনাম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১১:১৯
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
ফাইল ছবি
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।


বুধবার (২২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২১ জানুয়ারি) ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


গত তিন দিন ধরে শ্রীমঙ্গলে শীত বেড়েই চলেছে। ঠান্ডা বাতাস আর তীব্র শীতে ভোগান্তি বেড়েছে এ অঞ্চলের মানুষের।


স্থানীয়রা জানান, অতিরিক্ত শীতের কারণে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হচ্ছে। রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। এমনকি স্কুল-কলেজেও উপস্থিতি কমে গেছে। এছাড়া শ্রীমঙ্গলে ৯২টি চা বাগানে প্রায় চার লাখ চা শ্রমিকের বসবাস। এদের অধিকাংশ জনগোষ্ঠী মাটির ঘরে বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় পাহাড় ও টিলায় বসবাস করা চা শ্রমিকদের চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে।


শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আনিছুর রহমান বলেন, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।


বিবার্তা/এসএ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com