শিরোনাম
কুষ্টিয়ায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ২০:১৫
কুষ্টিয়ায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া কুমারখালীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. আনসার আলী (৬৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত আসামীর উপস্থিতিতে এই রায় দেন।


দন্ডিত আসামী কুমারখালী উপজেলার হোগলাবাড়ি গ্রামের মো. আনসার আলী (৬৮)।


আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার হোগলাবাড়ি মাঠে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে মসুর ক্ষেতে ছাগল তাড়ানোর সময় আনসার আলী প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী গম ক্ষেতে নিয়ে ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে কুমারখালী থানায় আনসার আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।


কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌশলী (পিপি) আব্দুল হালিম জানান, কুমারখালী থানার ধর্ষণ মামলাটি আসামির বিরুদ্ধে আনীত অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।


বিবার্তা/শরীফুল/এসএ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com