শিরোনাম
হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১২:৫৬
হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।


বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭/৪ নম্বর পিলার এলাকার বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তর থেকে একজনের মরদেহ উদ্ধার করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


নিহতরা হলেন, ওই সীমান্তের পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৫) ও অপরজনের নামও সুরুজ আলী বলে দাবি করেছে সীমান্তবাসী।


বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল ইসলাম বলেন, সকালে আমঝোল সীমান্তের ৯০৭/৪ নম্বর পিলার এলাকার ৫০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন সুরুজ মিয়া। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


সীমান্তবাসীর দাবি, ভারতের অভ্যন্তরে সুরুজ আলী নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে তার ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি। পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। নিহত ও নিখোঁজরা সবাই গরু আনতে অবৈধভাবে ভারতে যান বলে জানান তিনি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com