শিরোনাম
ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু, ৬০ হাজার টাকায় দফারফা!
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১২:২৩
ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু, ৬০ হাজার টাকায় দফারফা!
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীতে ট্রলিচাপায় লিখন দাশ(৩২) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ বাবদ ৬০ হাজার টাকায় দফারফার অভিযোগ উঠেছে।


শনিবার(১৮জানুয়ারি)দুপুরে ডিমলা সদরের পচারহাট ময়দানের পাড় নামক স্থানে ৪ সন্তানের জনকের মৃত্যুতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ডিমলা সদরের রামডাঙ্গা মাঝিপাড়ার বাসিন্দা। পিতা খাখারু দাশ বর্তমানে ভারতে বসবাস করছেন।


এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত লিখন দীর্ঘদিন ধরে বালু ও পাথর ব্যবসায়ী রোকনের ট্রলিতে শ্রমিকের কাজ করতেন।


জানা যায়, শনিবার(১৮ জানুয়ারি)দুপুরে ট্রলিটি উপজেলার সদর ইউনিয়নের পচারহাট ময়দানের পাড় নামক স্থান হয়ে ডিমলা বাজারে যাওয়ার সময় উক্ত স্থানে চালক ট্রলিটি হার্ড ব্রেক করলে ট্রলিতে থাকা শ্রমিক লিখন ছিটকে পড়ে পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ট্রলির মালিক রোকনসহ স্থানীয় কিছু প্রভাবশালীরা মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি আপোষ মিমাংসা করেন।


নিহতের স্ত্রী স্বপ্না জানান, আমরা গরিব মানুষ তাই মামলা করার ঝামেলায় যেতে চাইনি বলে ট্রলির মালিকসহ প্রভাবশালী ব্যক্তিরা মাত্র ৬০ হাজার টাকায় আপোষ মিমাংসার কথা বলে। অনেকেই বলেছেন মীমাংসায় রাজি না হলে টাকাও পাবো না বিচারও পাবো না। তাই মেনে না নিয়েও কোনো উপায় ছিলো না আমাদের। চার চারটি সন্তান নিয়ে কোথায় যাব কি করব বুঝতে পারছি না।


এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আমরা এ বিষয়ে একটি জিডি(সাধারন ডায়েরী)করব।


বিবার্তা/সুজন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com