শিরোনাম
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলায় যুবক গ্রেফতার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ০৯:৫২
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলায় যুবক গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী এবং সরকারের বিভিন্ন মন্ত্রী-এমপিদের ছবি বিকৃতির অপরাধে মুক্তার আহমদ রাফি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়। রাফি নগরের ঘাসিটুলা হিয়ারবন মোল্লাপাড়ার ডি-ব্লকের ১২৪ নং বাসার মৃত সামছুর রহমানের ছেলে।


সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. সেলিম মিয়া গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ছবি তৈরী করে কুরুচিপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল।


গ্রেফতারকৃত ব্যক্তি থেকে অপরাধের ঘটনায় ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


উল্লেখ্য বুধবার (১৫ জানুয়ারি) রাতে মহানগর স্বেচ্ছাসেবক লীগেরসহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাকে গ্রেফতার করে পুলিশ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com