শিরোনাম
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১১:৫৮
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। র‌্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।


বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হোসাইন শরীফের ছেলে আবুল হাসিম (৩০) ও একই ক্যাম্পের শামসুল আলমের ছেলে মোহাম্মদ আয়ুব (৪০)।


কক্সবাজারের হোয়াইক্যংস্থ র‌্যাব-১৫ হোয়াইট অ্যাপ বার্তায় জানান, বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে র‌্যাবের সাথে গুলি বিনিময়কালে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আব্দুল হাসিম এবং মো. আইউব নিহত হয়।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের এএসপি শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন যে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় একটি ইয়াবা চালান পাচার হচ্ছে। এই খবরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।


আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও ছয়টি কার্তুজের খালিসহ গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও মো. আয়ুবকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com