
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিসহ তিন জন পরীক্ষা দিয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছিল বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে। এ সময় মামলার তিন আসামি আদালত থেকে অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা হলেন আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, আয়েশা সিদ্দিকা মিন্নি ও মো. সাগর।
বাবার সঙ্গে বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেন মিন্নি। মামলার অন্য দুই আসামিকে প্রিজন ভ্যানে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের আদেশে কারাগারের ভেতরে থেকেই তারা পরীক্ষা দিয়েছেন।
মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নির আজ পরীক্ষা ছিল। বিষয়টি আদালতকে জানানো হলে আদালত অনুমতি দেন।
এদিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে দুপুর দেড়টায় রিফাত হত্যা মামলার সাক্ষ্য দিয়েছেন নিহত রিফাতের দুই চাচাসহ তিনজন।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]