নতুন বন্ধু পাতানোর দিন আজ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৪:০৫
নতুন বন্ধু পাতানোর দিন আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে বন্ধুত্ব অন্যতম। কত কত বন্ধু হারিয়ে যায়, তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন মুখ। তবে কেউ কেউ পুরোনো বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে পারেন। পাড়ার গলি, স্কুলের মাঠ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে হয়তো ছড়িয়ে–ছিটিয়ে যান দূরে কোথাও। একান্ত আপন কথা কিংবা সুখ-দুঃখ ভাগ করতে কেউ-না কেউ জুটেই যায়। নতুন নতুন বন্ধু হয়।


আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু পাতানোর দিন। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিকমাধ্যমে দিনটি ব্যাপক সাড়া ফেলে।


দিবসটি পালন করতে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন অথবা কাউকে নতুন বন্ধুর স্বীকৃতিও দিতে পারেন। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন বন্ধু তৈরি হচ্ছেই।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com