
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্মরণে বিশ্বজুড়ে প্রতিনিয়ত উদযাপন বা পালন করা হয় নানা দিবস। মা কিংবা বাবাকে বিশেষভাবে স্মরণের জন্য দেশে দেশে উদযাপন করা হয় মা ও বাবা দিবস, তবে শ্বশুরদের জন্যও যে দিবস আছে, তা হয়তো অনেকের অজানা।
শ্বশুর হলেন বাবার মতো, শ্বশুরের মাঝে থাকে বাবার প্রতিচ্ছবি। আজ ৩০ জুলাই (মঙ্গলবার) ‘বিশ্ব শ্বশুর দিবস’। নিজের শ্বশুরকে শুভেচ্ছা জানানোর মতো এমন দিন বছরে আর একটিও নেই।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৩০ জুলাই পালন করা হয় শ্বশুর দিবস। যদিও দিবসটি কবে থেকে শুরু, তার সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় কোনো গিফট ও কার্ড কোম্পানি এই দিবসের প্রচলন করেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই দিনটি পারিবারিক উৎসবের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে।
এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হলেও অনেক দেশে ছড়িয়ে পড়েছে। তাই চাইলে আপনিও আজ ‘শ্বশুর দিবস’ উদযাপন করতে পারেন।
এই দিনে জামাইরা শ্বশুরকে বিশেষ কার্ডে কোনো বার্তা পাঠিয়ে থাকেন। ভালোবাসা ও সম্মান প্রকাশ করতেই মূলত জামাইরা এ কাজ করে থাকেন। পৃথিবীতে শ্বশুরকে যে সম্মান করা কিংবা নিজের বাবার মতোই ভালোবাসা হয় সেটা বুঝাতেই মেয়েরা জামাইরা বার্তা পাঠান।
নিজের বাসায় ঘরোয়া অনুষ্ঠান করে শ্বশুরকে দাওয়াত দেয়া এবং নানা পদের খাবার খাওয়াতে পারেন জামাইরা। জামাইয়ের কাছে শ্বশুরকে বিশেষ কেউ বুঝাতেই এমন আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের মতো চাইলে বাংলাদেশেও আপনি বিশেষ দিনটি উদযাপন করতে পারেন।
একটি বার্তায় শ্বশুরকে জানিয়ে দিন বিশেষ এই দিনের শুভেচ্ছা। চাইলে দামি উপহার নিয়ে চলে যেতে পারেন তার কাছে কিংবা রাতে ডিনারে আজ শ্বশুরকে নিমন্ত্রণ করতে পারেন। দিবসটিকে কাজে লাগিয়ে শ্বশুরের সঙ্গে সম্পর্কটাকে করে তুলতে পারেন আরও মধুর।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]