সিংহ-সিংহীর নামে আপত্তি, হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ!
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০
সিংহ-সিংহীর নামে আপত্তি, হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিংহের নাম রাখা হয়েছে আকবর। সিংহীর নাম সীতা। আর তা নিয়ে আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের।


ভারতের কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলো বিশ্ব হিন্দু পরিষদ। তাদের অভিযোগ, সাফারি পার্কে আনা সিংহীর নাম সীতা রেখে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।


গত ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে সিংহ ও সিংহী। সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা।


সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তাই তারা সীতা নাম বদলের দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন।


বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, ‘বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা। এতে আমাদের হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। তাই আমরা আদালতের দ্বারস্থ হলাম।’


মামলাকারীদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, ‘ত্রিপুরা থেকে যে সিংহ এবং সিংহীকে আনা হয়েছে তাদের সরকারি নথিতে নাম লেখা ছিল প্যান্থেরা লায়ন মেল ও ফিমেল। পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল। কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই সীতা নাম পরিবর্তন চেয়ে আমরা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম। আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার বিবাদী করেছি।’


আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।


সূত্র : জিনিউজ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com