সবচেয়ে কম সময়ে বাক্যের মোট শব্দ বলে বিশ্বরেকর্ড
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১০:৫৪
সবচেয়ে কম সময়ে বাক্যের মোট শব্দ বলে বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জর্ডানের ইদরিব শহরের ৫১ বছর বয়সী সায়াহিন সবচেয়ে কম সময়ে ১০টি বাক্য পাঠ করে এতে মোট কতটি শব্দ আছে, তা মনে মনে গুনে দ্রুততম সময়ে বলতে পেরেছেন।


সায়াহিনের এই মেধার প্রকাশ ঘটে স্কুলজীবনেই। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘মাধ্যমিকে পড়ার সময় আমি যে দ্রুত গণনা করতে পারি, সেটি বুঝতে পারি। প্রথমে আমি ভেবেছিলাম, এটা সব শিশুই পারে। পরে আমার গণিতের শিক্ষক বিষয়টি যে বিশেষ কিছু, সেটি আমাকে জানান।’


সায়াহিন ব্যতিক্রমী উপায়ে তাঁর এই দক্ষতা বাড়ান। তিনি বাক্যের অক্ষর গুনতেন। তারপর দ্রুত বলে দিতে পারতেন। টেলিভিশন সিরিজ ‘আরব গট ট্যালেন্ট’–এ সায়াহিনের দক্ষতা নিয়ে একটি পর্ব প্রচারিত হওয়ার পর তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।


এবার সায়াহিন ৩৫ দশমিক ৫ সেকেন্ডে ১০টি বাক্যে মোট কতটি অক্ষর আছে, তা বলতে পেরেছেন। সাধারণত অক্ষর গণনা করতে তিনি সময় নেন ১ বা ২ সেকেন্ড। কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুসারে মোট সংখ্যা বলার আগে তাঁকে প্রতিটি বাক্য উচ্চস্বরে পড়তে হয়েছে।


সায়াহিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তাদের বলেন, ‘এ জন্য আমার কোনো পূর্ব প্রস্তুতির দরকার নেই। আমি তাৎক্ষণিকভাবে গুণতে পারি।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com