শিরোনাম
ঘর সাজাতে ইনডোর প্লান্ট
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২০, ২০:৫৭
ঘর সাজাতে ইনডোর প্লান্ট
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

যান্ত্রিকতার যুগে শহরের ইট, কাঠ, পাথরের দেয়ালের কাছে আজ গাছেরা অসহায়। তবুও একটুখানি সবুজের ছোঁয়ায় মনকে সহজেই প্রশান্ত করতে অনেক বৃক্ষপ্রেমী নিজের বাসার সামান্য খোলা জায়গায়, ছাদে কিংবা ঘরের ভেতরে গাছ লাগিয়ে থাকেন। ঘরের শোভা বাড়াতে গাছ তথা ইন্ডোর প্লান্ট এর আইডিয়া আপনার ঘরকে ভিন্ন রুপে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেয়ার এক অপূর্ব সুযোগ। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই গাছগুলো আলো বাতাস কিংবা যত্নের অভাবে মারা যায় বা সৌন্দর্য হারিয়ে ফেলে। অল্প পরিশ্রমে জেনে বুঝে ঘর সাজাতে গাছ লাগালে তা সহজেই মনোরম পরিবেশ এনে দিতে পারে আপনার গৃহকোণে।


সবুজ দিয়ে সাজিয়ে তুলুন নিজের বাড়ি, লাগান ইন্ডোর প্ল্যান্ট। গাছ মানেই তো প্রাণ। আর বাড়ি আপনার আশ্রয়। তাহলে রোজের ক্লান্তি নিয়ে যে আশ্রয়ে ফেরেন, তাতে আরও কিছু প্রাণ যোগ করলে ক্ষতি কী? সবুজ রঙ আপনার মনে প্রশান্তি আনে, গাছপালা আনে আরাম। তাই বাড়িতে গাছ লাগান। তাই গাছ দিয়েই সাজিয়ে তুলুন আপনার গৃহ।


বড় বাগানের জায়গা নাই বা থাকুক, ঘরের কোণে এটুকু জায়গা পেয়েই যাবেন ঠিক। ঘরে প্রাণবন্ত মেজাজ তৈরি করতে গাছপালার ভূমিকা অসীম। সকাল হোক বা রাত গাছ প্রকৃতির সাথে ছন্দ মিলিয়েই যেন মন ভালো রাখার পথ শিখে নেয়। আপনা ছোট্ট ঘর সবুজ দিয়ে সাজান। গাছপালা দিয়ে বাড়ি সাজানোর সময় মাথায় রাখুন কয়েকটা টিপস।


• ঘরের তাকে গাছ লাগান:
ঘরে বিশেষ জায়গা নেই তো কী আছে? দেওয়ালে তাক তো রয়েইছে? সেখানে গাছ লাগান সারি দিয়ে। বিভিন্ন উচ্চতার বিভিন্ন রকমের পাত্রে গাছ লাগান। দেখবেন বাড়ির নকশাই বদলে গিয়েছে।


• পড়ার ঘরে গাছ লাগান:
ঘরের মধ্যে গাছপালা আপনার একাগ্রতা বাড়ায়। পড়ার ঘরের একটা কোণ বরাদ্দ হোক গাছেদের জন্য। গাছ আপনার রুচিরও পরিচয়ও বহন করবে। পাশাপাশি টব না রেখে লম্বালম্বি গাছ লাগাতে পারেন নতুন ডিজাইনের কোনও পাত্রে। বইয়ের তাক, রিডিং ল্যাম্প আর আপনার প্রিয় গাছপালা- আপনার মানসিক শান্তির নিবিড় ঠিকানা।


• মূল দরজায় থাক সবুজের টাটকা স্পর্শ:
বাড়ি ঢোকার মুখটিই যদি হয় ফুলে ঢাকা, বা সবুজের ডালপালা আপনার মাথায় হাত বুলিয়ে যায় বাড়ি ঢোকার সময়? অসাধারণ মন ভালো করা একটা ব্যাপার! আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে গাছ লাগান। নিজেই শুধু আনন্দ পাবেন না বাড়ির অতিথিও অন্যরকমের স্বাগত শুভেচ্ছা পাবেন আপনার থেকে।


• আপনার রান্নাঘরের মেকওভার হোক:
রান্নাঘরের জানলায় ছোট্ট ছোট্ট গাছ লাগাতে পারেন। কিচেন গার্ডেনও বানাতে পারেন ইচ্ছা হলেই। একটু লম্বা জায়গায় ছোট ছোট সবজি লাগাতেই পারেন। বাড়ির গাছে হওয়া সবজির স্বাদই আলাদা।


• টেবিলের পাশে গাছপালা:
টেবিলের উপরেই যে সবসময় গাছ লাগাতে হবে এমন একেবারেই না। বাড়িতে অতিথি আসলে বা কোনও অনুষ্ঠান হলে টেবিল ফাঁকা থাকা দরকার। দেওয়ালে গাছ ঝোলান। বিভিন ডিজাইনের, বিভিন্ন রঙের ওয়াল হ্যাঙ্গিং টব পাওয়া যায়, তাতে গাছ লাগান। টেবিলে খেতে বসে মন শান্ত হয়ে যাবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com