শিরোনাম
উপকারী ভেষজ উদ্ভিদ উলট কম্বল
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২০, ১৮:২৩
উপকারী ভেষজ উদ্ভিদ উলট কম্বল
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

পথে চলতে গিয়ে অজানা কত উদ্ভিদের ফুল দেখে আমরা মুগ্ধ হই। দরকারী এসব ফুল ও লতাপাতা সম্পর্কে জানার চেষ্টা করা উচিত। কেননা প্রাণ ও প্রকৃতি আমাদের জীবনধারণে দরকারী। কোনো কোনো উদ্ভিদ মাদবদেহের শক্তি বলের মহৌষধ হিসেবে কাজে লাগে। তেমনি একটা উদ্ভিদ উলট কম্বল। উলট কম্বল উদ্ভিদ প্রকৃতিগতভাবেই বেড়ে উঠে। উলট কম্বল ফুল মূলত বর্ষার ফুল। এ সময়ে ওটা দেখা পাওয়ার কথা নয়।


ওলট কম্বল। এটিকে অনেকে Devil’s Cotton বলেও চেনেন। কারণ এই গাছের হুল চামড়ায় জালা ধরায়। এটির বৈজ্ঞানিক নাম Abroma augusta, ঔষধি গাছ হিসাবে পরিচিত এই গাছটি পাওয়া যায় এশিয়ার সর্বত্র। সাধারণত এপ্রিলের শুরুর দিকে এই গাছে ফুল ফোটা শুরু হয়। ওলট কম্বল মানবদেহের শক্তি বলের ঔষধি গাছ।


ওলট কম্বল গাছ ৮ থেকে ১০ ফুট লম্বা হয়। বেশি মোটা হয় না। গাছের ছালে রেশমের মতো আঁশ থাকে, ফুলের রঙ মেরুন। ফল পঞ্চকোণবিশিষ্ট লোমাবৃত। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে ধূসর বর্ণের হয়। এর পাতা, গাছ ও মূলের ছাল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।


- মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব হয় অথবা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম পরিমাণ হয়ে থাকে তাদের ক্ষেত্রে ওলট কম্বল একটি পরীক্ষিত ওষুধ।


- এর মূলের ছাল থেকে এক ধরনের আঠাজাতীয় রস বের হয়, যা গর্ভাশয়ের শক্তি বৃদ্ধি করে। বিশেষ করে বন্ধ্যত্ব রোগীদের ক্ষেত্রে উলট কম্বলের মূলের ছাল ভীষণ উপকারী।


- পাতা ও কাণ্ডের রস গনোরিয়া রোগে বিশেষ উপকারী।


- দীর্ঘদিন থেকে অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সংক্রান্ত রোগ, বন্ধ্যাত্ব, ব্যথাসহ বিভিন্ন রোগ নিরাময়ে এটি কার্যকর বলে জানান ভেষজ বিশেষজ্ঞগণ। এ থেকে তৈরি ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


ওলট কম্বল, শুলফা বীজ, আওবেল, সারাকা ইন্ডিকা, চায়নারুট, শুকনা পুদিনা, শিয়ালকাঁটা, কপচিনি, জটামাংসী, তজ, বড় এলাচসহ অন্যান্য উপাদান নিয়ে ওষুধ তৈরি করা হয়।


ওলট কম্বল গাছের পরিকল্পিত আবাদ তেমন চোখে পড়ে না। সাধারণত গাঁয়ের গৃহস্থ বাড়িতে অনেকেই প্রয়োজনীয় ওষুধি বলে দুই একটি গাছ রোপণ করে থাকেন। এছাড়া সড়কের পাশে মাঝে মাঝে দু’একটি গাছ চোখে পড়ে। ওলট কম্বল থেকে মানুষের নানা রোগের উপশমের ওষুধ মেলে। তাই পরিবেশবান্ধব ওলট কম্বল গাছ রোপণ করা উচিত।


বিবার্তা/অনামিকা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com